দ্রোহ বিনোদন ডেস্ক
বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার এবং অলিম্পিকের আটবারের সোনাজয়ী উসাইন বোল্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্যামাইকায় নিজের বাড়িতে কোয়ারেন্টিনে আছেন এই কিংবদন্তি অ্যাথলেট।
সোমবার জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় বোল্টের করোনা টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে। শনিবার তাকে পরীক্ষা করার কথা জানিয়েছিলেন বোল্ট। এর আগের দিন সামাজিক দুরত্ব মানার নিয়ম উপেক্ষা করে জাঁকালোভাবে ৩৪ তম জন্মদিনের উৎসব করেন তিনি। পরে ভিডিও পোস্ট করে ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডধারী এই অ্যাথলেট জানান, পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন। আর এই সময়টায় কোয়ারেন্টিনে আছেন এবং বিষয়টাকে সহজভাবেই নিয়েছেন।
আরও পড়ুন-ভয়হীন বিপাশা বসু
একমাত্র স্প্রিন্টার হিসেবে তিনটি অলিম্পিকে (২০০৮, ২০১২ ও ২০১৬) টানা ১০০ ও ২০০ মিটারের সোনা জেতা বোল্ট জানিয়েছিলেন, তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তরা বোল্টের রোগমুক্তি কামনা করেছেন। একজন লিখেছেন আদা-চা পান করার কথা। কেউ কেউ অসতর্কতার জন্য সমালোচনাও করেছেন এই কিংবদন্তীকে।