দ্রোহ অনলাইন ডেস্ক
একদিনে দেশে আরও দুই হাজার ২৯ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে। এ যাবৎ মোট ৪০ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হলো।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা অব্দি নতুন করে নয় হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনের কিছু সংরক্ষিত নমুনা মিলিয়ে নয় হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের ৪৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়।
দেশে মোট দুই লাখ ৭৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হলো। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩২১ জন।