দ্রোহ অনলাইন ডেস্ক
দেশের ১০ জেলায় প্রাথমিক ভাবে করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।
শনিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেহেরপুর, যশোর, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হলো।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অল্প সময়ে করোনা রোগী শনাক্তের জন্য অ্যান্টিজেন টেস্ট কর্যক্রমের ব্যবস্থা করা হলো। এর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী অ্যান্টিজেন টেস্ট করা হবে। অ্যান্টিজেন টেস্টে কোনো ব্যক্তির নেগেটিভ ফলাফল এলে তাকে আবার রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পরীক্ষা করা হবে।
সংক্রমণ এড়াতে সবাইকে মাস্ক পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে করোনার টিকা সঠিক সময়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।