ঈদে উপহার দেওয়াটা একটা কর্তব্য

0
122
জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া
দ্রোহ বিনোদন ডেস্ক

ঈদ এলেই যেনে উপহার পাওয়ার বিষয়টি সামনে চলে আসে। আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রতি বছর ঈদে অনেক উপহার পান ফারিয়া। এবারের ঈদ তার কাছে অন্যরকম। কারণ বিয়ে করেছেন তিনি। বেড়েছে আত্মীয়-স্বজন। ঈদের সালামি বা উপহার এখন শুধু নেয়া নয়, দিতেও হয়।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ফারিয়া বলেন, উপহার ঈদ আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। ছোটবেলায় কোন উপহারটি বিশেষ তা বুঝতাম না। উপহার পেলেই আনন্দের সীমা থাকত না। তবে বড় হওয়ার পর উপহার পাওয়ার পাশাপাশি ছোটদের ঈদ উপহার দিতে হয়। সবাইকে ঈদ উপহার দেওয়া কর্তব্যের মধ্যেও পড়ে। কিন্তু করোনা ভাইরাসের কারণে বাসায় থাকতে হচ্ছে।