কালীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

0
121

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শারীরিক নির্যাতনে স্ত্রী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত মনোয়ারা (৩২) উপজেলার চাঁদবা কাঠালিয়া গ্রামের শুকুর আলীর স্ত্রী। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ওই গৃহবধূর মৃত্যু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী শুকুর আলী গৃহবধূকে মারপিট করে। এ সময় গৃহবধূ মনোয়ারার মাথা ঘরের দেয়ালের সাথে আঘাত লাগে। সে গুরুতর আহত হয়। পরিবারের লোকেরা গৃহবধূকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার সকালে গৃহবধূর মৃত্যু হয়। নিহত মনোয়ারার দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।

নিহতের লাশ এম্বুলেন্সে তুলে দেওয়ার পর স্বামী শুকুর আলী আত্মগোপন করেন।

কালীগঞ্জ থানার এসআই সুজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহত মনোয়ারার তার স্বামী পলাতক রয়েছে। তবে এখনো বলা যাচ্ছে না কীভাবে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট হাতে পাবার পর আসল প্রমান পাওয়া যাবে।