কালীগঞ্জে হত্যা মামলার স্বাক্ষীর উপর হামলা

0
120
আহত পলাশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু আলামিন হত্যা মামলার প্রধান স্বাক্ষী তরিকুল ইসলাম পলাশের উপর হামলা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার সকালে এ হামলায় আহত তরিকুল ইসলাম পলাশ কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে।

আহতের ভাই মোশাররফ হোসেন জানান, সকালে তার ভাই বাড়ির পাশে যায়। সন্ত্রাসীরা তাকে একাপেয়ে কুপিয়ে আহত করে। স্থানীরা পলাশকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভার্তি করে। এ হামলার ঘটনায় তারা মামলা করবেন।

তিনি আরো জানান, তার ভাই নিহত মাদ্রাসাছাত্র শিশু আলামিন হত্যা মামলাসহ পুলিশের উপর হামলায় দায়ের করা মামলার স্বাক্ষী। ওই হত্যা মামলার আসামীরা হামলার চালিয়ে তার ভাইকে হত্যা চেষ্টা করে। এ ঘটনার আগেও সন্ত্রাসীরা তার মা ও বোনকে কুপিয়ে জখম করে।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, পলাশের উপর হামলার ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৩০ নভেম্বর আড়পাড়া এলাকায় বাড়ির পাশে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসাছাত্র শিশু আলামিন। ৪ ডিসেম্বর আড়পাড়া এলাকার একটি ৪ তলা ভবনের পিছন থেকে আল আমিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু আলামিনের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে এসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা হামলার শিকার হন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ঝিনাইদহ পিবিআইয়ের এসআই সোহেল রানা। হত্যা ও পুলিশের উপর হামলা মামলার সাি হন হামলায় আহত তরিকুল ইসলাম পলাশ।