রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে পরিত্যক্ত অবস্থা থেকে দেশী তৈরী একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরের উপজেলার মোহনপুর বাজার সড়কের ঠাকুর রাস্তার মোড় থেকে দেশী তৈরী আগ্নেয় অস্ত্রটি উদ্ধার করা হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, চলমান অভিযানে মোহনপুর বাজারগামী ঠাকুর রাস্তার মোড় এলাকায় থেকে অস্ত্রটি উধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।