পাংশা প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার রায়নগর গ্রামে করোনায় আক্রান্ত পরিবার ও আক্রান্ত পরিবারের প্রতিবেশী হিসেবে লকডাউনে থাকা পরিবার গুলোর মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার আক্রান্ত পরিবার ও লকডাউনে থাকা পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেন কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আদা, পিঁয়াজ, রসুন, লেবু সহ অন্যান্য দ্রব্যাদি। এছাড়াও আক্রান্ত রোগীকে প্রাথমিক চিকিৎসার ঔষধও প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী প্রদানকালে কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব বলেন, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বিভিন্ন সময় অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী সহ নানা সুযোগ সুবিধা দিয়ে আসছেন।
খাদ্য সামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজির হোসেন, ছাত্রলীগ নেতা রেজোয়ান হোসেন রিফাত, নাজমুল হুদা সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন