কালুখালীর ইউএনওর বিদায় সংবর্ধনা

0
163
kul-dro-17p1

কালুখালী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জালাল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অবঃ) আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আব্দুল খালেক মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, এসআই ফজলুল হক প্রমুখ।