কুমারখালীতে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

0
40

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতায় দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সৌজন্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা কুমারখালী পৌর শিশুপার্কে দিনব্যাপী এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নাজমুল হক, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি কেএএম রুয়াইম রাব্বি।

স্বাগত বক্তব্য রাখেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন।

দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয় এবং বিজ্ঞান বিষয়ক নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে।

আরও পড়ুন – নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না: ড. ইউনূস

উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বেলা তিনটায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।