কুমারখালীতে ইউপি সদস্যসহ বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

0
154

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে পুলিশের দায়ের করা বিশেষ মতা আইনের মামলায় একজন ইউপি সদস্যসহ বিএনপির ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আটকদের প্রীজনভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে। গত বুধবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন – পান্টি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য রাজু আহমেদ (৫৮), পান্টি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসাবুল বকুল বিশ্বাস (৫৩) সহ বিএনপির সদস্য ও কর্মী মামুনুর রশীদ মঞ্জু (৫৮) রবিউল বিশ্বাস (৫৮), সিরাজুল ইসলাম (৬৩), মকুল হোসেন (৪০), আনছার আলী বিশ্বাস (৬০) ও গফুল আলী বিশ্বাস (৬০)।

এ তথ্য নিশ্চিত করে থানার ওসি আকিবুল ইসলাম বলেন, রাতে অভিযান চালিয়ে বিশেষ মতা আইনে ৮ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে। হরতাল – অবরোধের নামে যেকোনো প্রকার নাশকতা প্রতিরোধে পুলিশ সার্বণিক মাঠে কাজ করছে।