কুমারখালীতে উপজেলা পরিষদের অর্থায়ণে চিকিৎসা উপকরণ বিতরণ

0
129
কুমারখালীতে চিকিৎসা উপকরণ বিতরণ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদের অর্থায়ণে সরকারি হাসপাতালে চিকিৎসা উপকরণ, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন, ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আর্থিক অনুদানের চেক ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা প্রমূখ।

আরও পড়ুন  যেভাবে লঞ্চটি ডুবে গেল

সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে সরকারি হাসপাতালে এ্যানালাইজার মেশিন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে প্রয়োজনী ঔষধ ক্রয়ের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে দশ হাজার টাকার অনুদানের চেকসহ স্প্রে মেশিন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উকরণ হিসাবে স্কুলব্যাগ, টিফিনবক্স ও ছাতা বিতরণ করা হয়েছে।