কুমারখালী প্রতিনিধি
কুমারখালী বাজারে ১১ ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকালে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে ১১ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমান করে।
মোবইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীসহ বাজারে আগতদের উদ্দেশ্যে বলেছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। তাই নিজের জীবন বাঁচাতে হাট বাজার এড়িয়ে চলা উত্তম। মানুষের স্বার্থে সরকারি আদেশ মেনে চলুন এবং সরকারি নির্দেশ মেনে ব্যবসা পরিচালনা করুন।
এ সময় থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।