কুমারখালী প্রতিনিধি
কুমারখালীতে মিথ্যে বলে ক্লিনিক কর্মচারীকে বাসায় ডেকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে একজন প্রতারককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ২ আগষ্ট রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী উপজেলার দুর্গাপুর পুর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নাভানা ফার্মাসিউটিক্যালস’র স্থানীয় বিক্রয় প্রতিনিধি আব্দুর রশিদ (৩০) বাচ্চা প্রসবের সাহায্যের মিথ্যা কথা বলে ফাঁকা বাড়িতে ডেকে এনে ক্লিনিক কর্মচারীকে যৌন হয়রানী চেষ্টা করে।
সোমবার সকালে ওই নারী বাদী হয়ে প্রতারক আব্দুর রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার ওই নারী ওটি ইনচার্জ হিসাবে কুমারখালী প্রতীক আধুনিক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে চাকুরী করেন। প্রায় একমাস পূর্বে নাভানা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আব্দুর রশীদ জানান তার কাছে অনেক ডেলিভারী রোগী আছে বলে জানান। এ কাজে সাহায্য করার মিথ্যা প্রলোভন দিয়ে ওই নারীর মুঠোফোন নম্বর নেয়।
রবিবার সকালে প্রতারক রশিদ তার একজন স্বজনের ডেলিভারীর সময় হয়েছে বলে ওই নারীকে ফোন করে। ঈদের ছুটিতে বাড়ি থাকা ওই নারী কুষ্টিয়া শহরের চৌরহাস আদর্শপাড়া এলাকা থেকে কুমারখালী বাসস্ট্যান্ডে এসে রশিদকে ফোন দিলে প্রতারক রশিদ তাকে ভ্যানযোগে দুর্গাপুর পুর্বপাড়া কালিমন্দিরের কাছে আসতে বলে।
ওই নারী কালিমন্দিরের কাছে পৌঁছালে রশিদ তাকে নিয়ে নিজের ফাঁকা বাড়ির একটি কক্ষে ঢুকিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন শুরু করে। সে সময় ওই নারী সম্ভ্রম বাঁচানোর আতœচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
এ খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রতারক আব্দুর রশীদকে হাতেনাতে আটক করে। প্রতারক রশিদ উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা মধ্যপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে।
আরও পড়ুন–খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এ ঘটনায় প্রতারক রশিদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।