কুমারখালীতে গৃহবধূ ধর্ষণ থানায় মামলা একজন আটক

0
107
RAPEST-KUMARKILY-DRO-17-P13-compressed
ধর্ষক কাবিল।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সহয়তার অন্তঃস্বত্তা এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। কাবিল (২২) নামে এক ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।

ধর্ষিত গৃহবধূর বাবা দাবি করেন, শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের শাহিন উদ্দিনের ছেলে কাবিল কৌশলে ওই গৃহবধূকে ধর্ষন করে। এ ঘটনার সাথে গৃহবধূর স্বামী সোহেল মল্লিকের জড়িত বলে তিনি দাবি করেন। তিনি এ বিষয়ে বাদি হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১১, তাং-১৫ মে ২০২০ ইং।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, একমাসের অন্তঃস্বত্তা গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পরে ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।