কুমারখালীতে গড়াই নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

0
86

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে ডেজিংকৃত গভীর স্থানে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মোছা: শেফা (১৩) ও শাহাজাদা (৭) নামে দুই ভাই ও বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোছা: শেফা উপজেলার শেরকান্দি এলাকার শামিম ইসলামের মেয়ে ও শাহজাদা ওই উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন জয়নাবাদ এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল শেফা। বুধবার সকালে শেফার মা তাকে নিতে আসলে সে আরো কয়েকদিন থাকবে বলে নানা বাড়িতেই থেকে যায়। বেলা ১২টার দিকে মামাতো ভাই শাহাজাদাসহ পাঁচজন বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে যায়। এ সময় পাড় থেকে নদীর ডেজিংকৃত গভীরস্থানে পাঁচজন একসাথে লাফ দেই। অন্যরা ভেসে থাকলেও সাঁতার না জানায় শেফা ও শাহাজাদা দুইজনেই পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মন্জু জানান, মেয়েটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দ্ইু ভাই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম দুই ভাই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।