কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়রামপুরের পদ্মার চরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া ও মহিষ গাড়ির দৌড় প্রতিযোগিতা।
শুক্রবার বিকালে উপজেলার দয়রামপুর যুব সংঘের উদ্যোগে দয়রামপুর পদ্মার চর বালুর মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠের উপস্থিত হাজার হাজার দর্শক এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া ব্যক্তিত্ব ইকবাল সর্দার। প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিলাইদহ রবীন্দ্র কলেজের অধ্যাপক ফারুক আযম হান্নান।
প্রতিযোগিতায় প্রতিটি ঘোড়া গাড়িতে ৪ জন ও মহিষ গাড়িতে ৪ জন যাত্রীসহ সোয়ার ছিল। প্রতিযোগিতায় দয়রামপুরের সাহেব সর্দার মহিষের গাড়ি নিয়ে প্রথম ও একই গ্রামের আকাশ ইসলাম ঘোড়ার গাড়ি নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।
প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারীকে সোফাসেট ও দ্বিতীয়স্থান অধিকারীকে পাওয়ার ফ্যান পুরস্কার দেওয়া হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রত্যেক প্রতিযোগীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।