কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ১০০ লিটার চোলাই মদসহ এক যুবক আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড় মসজিদ সড়ক এলাকা থেকে সালাউদ্দিন (৩৫) কে আটক করা হয়। তিনি কুমারখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের খয়েরচারা মাঠপাড়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে।
কুমারখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মারুফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ লিটার চোলাই মদসহ সালাউদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।