কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমারখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া – ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সলিম আলতাফ জর্জ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারি কমিশনার (ভুমি) শাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
আরো পড়ুন- খোকসায় স্কাউটের ডে ক্যাম্প অনুষ্ঠিত
আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণকরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।