কুমারখালীতে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0
32

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী পৌর জামায়াতে ইসলামী’র উদ্যোগে শুক্রবার সকাল ৯ টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী কুমারখালী পৌর শাখার আমির এ্যাডঃ রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাসেম। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক মো.ফরহাদ হুসাইন, কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির মো.আফজাল হোসেন, উপজেলা আমির আফতাব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মাওলানা আবুল হাসেম বলেন, দীর্ঘ ১৬ টি বছর ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছেন। আগামী দিনে নির্বাচন হবে, এই নির্বাচনে যদি আরেকটি ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ে চেপে বসে তাহলে এদেশের মানুষের কোন কল্যাণ হবে না।