কুমারখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

0
129

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চত্ত¡রে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ হায়াত মাহামুদ, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম লালু, ওসি মোহসীন হোসাইন প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলায় কৃষি পণ্যের ৩০ টি স্টল স্থান পেয়েছে।