কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত কার্যালয় স্থাপনের দায়ে নৌকা ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নির্বাচনের পাঁচটি অস্থায়ী অফিস অপসারণ করা হয়েছে।
রবিবার বিকেল থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত উপজেলার চাপড়া, বাগুলাট ও চাদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।
এতথ্য নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট ও ও সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত জানান, বিধি অমান্য করে প্রচারণী অফিস খোলায় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পাঁচটি কার্যালয় অপসারণ করা হয়।
নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প বা অফিস করার অনুমতি রয়েছে। কিন্তু নিয়মের প্রতি বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে নৌকা ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শুধু কুমারখালী পৌর এলাকায় ৪০ টি নির্বাচনী অফিস খুলেছেন।