কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা ও দায়িত্ব গ্রহণ

0
120
Kumarkhal-Dro-p-7-9
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা ও দায়িত্ব গ্রহণ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় কুমারখালী পাবলিক লাইব্রেরীর সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন এবং বার্ধক্যজনিত কারণে অব্যাহতি দেওয়া সদস্যদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

এ সভায় সভাপতিত্ব করেন, দুদক কর্তৃক অনুমোদিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেন।

আরও দেখুন- খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

সভায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, নতুন দায়িত্ব প্রাপ্ত সহসভাপতি আব্দুর রহমান, সাবেক সহ সভাপতি সরদার আব্দুল মালেক, বর্তমান কমিটির সদস্য হাবীব চৌহান, সদস্য জি, এম মাহবুব রহমান, সদস্য আরিফুজ্জামান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ইশরাত জাহান, উজির আলী সেলিম ও সদস্য শামীমা পারভীন।

দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।