কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ‘দেশপ্রেম এবং মুল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক প্রতিপাদ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক ও ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দুর্নীতি প্রধান অন্তরায়’ প্রতিপাদ্যে রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া ও কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুইদিনব্যপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
বুধবার সকালে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৮টি বিদ্যালয়ের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে এই বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই দলই প্রতিপাদ্য বিষয়ের আলোকে তথ্য-প্রমাণ ও যুক্তি উপস্থাপন করে।
নির্দিষ্ট সময় শেষে বিচারক মন্ডলির বিশ্লষণে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা আবু মুসা।
বিতর্ক প্রতিযোগিতা শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, কবি ও নাট্যকার লিটন আব্বাস, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুর রহমান এবং মডারেটরের দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার শাহীন উদ্দীন।
বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহান।