কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া এলাকার এক শিশু নতুন পোষাকের না পেয়ে আত্মহত্যা করেছে।
আসন্ন ঈদে দাবিকৃত নতুন পোষাক না পাওয়ার হতাশা থেকে রেহেনা খাতুন (১০) আত্মহত্যা করে। নিহত শিশু দিনমজুর রাশিদুল শেখের মেয়ে ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রেহেনা তার মায়ের কাছে ঈদের জন্য নতুন পোশাক কিনে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু পরিবারের লোকজন পোশাক কিনে দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে শুক্রবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে রেহেনা আত্মহত্যা করে।
কুমারখালী থানার (ওসি) মজিবুর রহমান জানান, শনিবার সকালে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।