কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে নিরাপত্তা চেয়ে ধর্ষিতার পরিবার সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার কুমারখালীর নিজেরা করি সংগঠনের কিশোর কিশোরী রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনটির আয়োজন করে ভূমিহীন সমিতির।
মামলার প্রধান আসামি মাধব প্রামাণিক জামিনে মুক্তিতে আসার পর থেকে মামলার বাদিকে নানা ভাবে হুমকী ধামকী দিয়ে আসছে। এছাড়াও মাধব প্রামাণিকের সেলুনের দোকানের সামনে দিয়ে তার মেয়েরা স্কুলে যাবার পথে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ আচরণ করে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো জানান, মাধব প্রামাণিকের এমন আচরণে ধর্ষণের শিকার তার শিশু ক্রমেই মানুষিকভাবে ভেঙে পরছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মাধব প্রামাণিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর সকালে নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের নাপিত মাধব প্রামাণিক পানি খাবার ছলে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর বাড়িতে ঢুকে পরে। ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে তৃতীয় শ্রেণিতে শিশু কন্যাকে ধর্ষণ করে। মারাত্মক অসুস্থ অবস্থায় ছাত্রীকে ফেলে রেখে সে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটির মুখ থেকে সব ঘটনা জানতে পেরে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেন।