কুমারখালীতে নির্মানাধীন ১৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

0
166

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে ৯ টি বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন, ২ টি সেতু ও ২ টি সড়কের উদ্ধোধন করা হয়েছে।

রবিবার সকালে ও দুপুরে প্রায় ৩০ কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আব্দুল্লাহ টিপু মিয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সামছুজ্জামান অরুন ও সাংগঠনিক সালাউদ্দিন খান তারেক, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা কাজী এজাজ কায়সার প্রমূখ। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়া।

জানা গেছে, প্রায় তিন কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে চৌরঙ্গী ফাজিল মাদ্রাসার চারতলা ভবন এবং একই ব্যয়ে ডাঁসা মহর আলী দাখিল মাদ্রার চারতলা ভবন, এক কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নগরকয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, নগরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ডাঁসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভবন, বিরিকয়া বালিকা দাখিল মাদ্রাসা ভবন, ডাঁসা মাধ্যমিক বিদ্যালয় ভবন, পান্টি মাধ্যমিক বিদ্যালয় ভবন, ওয়াশী গ্রামে সড়ক, নগরকয়া মন্দির থেকে বিরিকয়া পর্যন্ত সড়ক, বেলতলা সেতু ও খাগড়বাড়িয়া সেতুর উদ্বোধন করা হয়।

এবিষয়ে সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ জানান, স্মার্ট, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার ল্েয বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ করে চলেছেন। উন্নয়নের অংশ হিসেবে তাঁর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।