কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
108

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে ইয়ানুর নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত ইয়ানুর উপজেলার তারাপুর গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মতিনের ছেলে। সকালে সে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। প্রায় এক ঘন্টা পর মৃত অবস্থায় শিশুটির লাশ পানিতে ভেসে ওঠে। স্বজনরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।