কুমারখালীতে গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

0
16

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ঢাকা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ( এনআইএলজি)। এতে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ৪০ জন সদস্য অংশগ্রহন করেন।

মঙ্গলবার (৮ এগ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনার সভার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ, ঢাকা এনআইএলজির সহকারী পরিচালক নুরুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুর ১২ টার দিকে ভার্চুয়ালী দেশের ১৬টি উপজেলায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন এনআইএলজির মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম। প্রতিটি উপজেলা থেকে ৪০ জন করে সদস্য অংশ গ্রহণ করছেন।

আরও পড়ুন – খোকসায় ২৯ মামলার আসামী পাপ্পু আটক

উদ্বোধনী অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘সকল দপ্তরের চোখ গ্রাম পুলিশ।প্রশাসনের চোখ, মুখ, নাক আপনার ( গ্রাম পুলিশ) মাধ্যমে আমরা দেখতে পাই। সুতরাং আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের দায়িত্ব, কর্তব্য , প্রশাসনের সঙ্গে সম্পর্ক ও দক্ষতা বৃদ্ধির জন্য মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’

আরও পড়ুন – কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল স্বল্প পরিসরে রোগী ভর্তি শুরু