কুমারখালীতে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা

0
47

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ আইন শঙ্খলা বিষয়সক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্তু উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুষ্টিয়ায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপটেন মো. সাকলাইন বলেন, চলমান পরিস্থিতিতে পুলিশ মাঠে না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা অপরাধ করার পায়তারা করছে। শুধু সেনাবাহিনীর একার পক্ষে পরিবেশ স্বাভাবিক করা সম্ভব নয়। পুলিশ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না।

দেশের স্বার্থে পুলিশ বাহিনীকে দ্রæত মাঠে নামার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, পুলিশ যেন নির্বিঘেœ কাজ চালিয়ে ে যেতে পারে সেজন্য দল মত নির্বিশেষে সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন তিনি।

আরও পড়ুন – প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. লুৎপর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমির মো. আফজাল হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোটেক জয়দেব বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আসাদুজ্জামান আলী, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন প্রমূখ।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, দ্রæত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদের সঙ্গে লিয়াজু কমিটি করা হবে। সভা শেষে বিশেষ দোয়া মাহফল অনুষ্ঠিত হয়।