কুমারখালীতে বিষাক্ত মদ পানে দু’জনের মৃত্যু

0
161

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিষাক্ত অ্যালকোহল পান করে এক মটোর শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৮ টার দিকে নুরুল ইসলাম (৫০) নামেট এক মটর শ্রমিকের মৃত্যু হয়।

তিনি উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। শনিবার রাতে একই সাথে স্পিরিট পানে তাঁর সহযোগী কাশেম আলী (৪০) মারা যান। তিনি ইবি থানাধীন দুর্বাচারা গ্রামের নুর ইসলাম পটলের ছেলে। এছাড়াও এঘটনায় অসুস্থ হয়ে গঞ্জের আলী নামে আরো একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্বাচারা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামস্থ হামিদুল ডাক্তারের হোমিওপ্যাথি দোকান থেকে নুরুল ইসলাম এবং কাশেম আলী মিলে অ্যালকোহল ক্রয় করে কাশেম আলী’র মুদি দোকানে বসে পান করে। এরপর ফাঁকা মাঠে গিয়ে গঞ্জের আলীসহ তিনজনে পুনরায় ওই অ্যালকোহল পান করে। পরবর্তীতে রাত অনুমান রাত সাড়ে ৮ টার দিকে তারা অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করলে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় কাশেম মারা যান। পরের দিন রবিবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যায়। এঘটনায় গঞ্জের আলী অসুস্থ হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন। এঘটনায় এখনও একজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ভাষ্য, মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করার কারনে এ ধরণের ঘটনা ঘটতে পারে। ময়না তদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, বিষাক্ত অ্যালকোহল পানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।