কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরদের কাছে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় এক ইটভাটার শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী পান্না শেখ (৪০) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় থানায় লিখিত অভিযোগ করেন মারধরের শিকার কাইয়ুম প্রামাণিক (৪৫)। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের তজিমুদ্দিন সরদারের ছেলে।
এবিষয়ে কাইয়ুম বলেন, মাজগ্রামের পান্না শেখ একজন চিহ্ণত মাদক ব্যবসায়ী। সকাল ৯ টার দিকে পান্না কয়েকজন ছোট ছোট ছেলেদের কাছে গাঁজা বিক্রি করছিল। সেসময় আমি নিষেধ করলে পান্না আমাকে মারধর করে। আমি বাম চোখে গুরুতর আঘাত পেয়েছি। কুমারখালী হাসপাতাল কুষ্টিয়া সদরে রেফার্ড করছে। তাঁর ভাষ্য, তিনি সঠিক বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত পান্না পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মারধরের ঘটনা নিশ্চিত করেছেন শিলাইদহ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর মেম্বর রাশেদুর রহমান। তিনি জানান, পান্না এলাকায় চিহ্ণত একজন মাদক ব্যবসায়ী। তাঁর জন্য এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। তিনি প্রশাসনের হস্তপে কামনা করেন।
কুমারখালী থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পান্নার বিরুদ্ধে থানায় অতীতে মাদকের ব্যাপারে কোনো অভিযোগ বা মামলা নেই।