কুমারখালীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

0
46

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে জনকল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বনজ, ফলদ ও ঔষধি সহ নানা জাতের এক’শো গাছের চারা লাগানোর মধ্যদিয়ে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে কুমারখালী সরকারি কলেজ সড়কে চারা রোপনে মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমিন।

এ সময় বক্তব্য রাখেন, জনকল্যাণ সংস্থার সভাপতি ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন, জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সমাজকর্মী জাকারিয়া খান জেমস প্রমূখ।

এ কার্যক্রমে অংশনেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, অধ্যাপক আজিজুল হক স্বপন, অধ্যাপক জিল্লুর রহমান, সহযোগী অধ্যাপক কায়সার রেজা, কবি ও নাট্যকার লিটন আব্বাস, প্রভাষক রাসেল মোশাররফ সহ শিক্ষক, সাংবাদিক, আওয়ামী লীগ নেতা ও সংস্থাটির স্বেচ্ছাসেবীরা।

জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস জানান, প্রথম দিনে মেহগনি, আকাশ মনি, আমলকী এক’শো গাছের চারা লাগানো হয়েছে এবং মাসব্যাপী পৌরসভার বিভিন্ন সড়কের ফাঁকা জায়গা, শিক্ষাপ্রতিষ্ঠানে বনজ, ফলদ ও ঔষধি সহ নানা জাতের গাছের চারা রোপণ করা হবে। এ ছাড়াও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নানা জাতের গাছের চারা।