কুমারখালীতে রেস্তোরা ও চাউলের দোকানে জরিমানা

0
42

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রেস্তোরার ফ্রিজে পচা-বাসি খাবার রাখা ও খাবারের রং মিশানো মসলা ব্যবহার করার অপরাধে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স। এছাড়াও ক্রয়মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে চাল বিক্রির অপরাধে অপর দুই ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সততা হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক রাজু আহম্মেদকে ২৫ হাজার টাকা, আলিম ট্রেডার্সের মালিক মো. আব্দুল আলিমকে ৫ হাজার টাকা ও ভাই ভাই খাদ্য ভান্ডারের মালিক মো. হাসানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এসময় তাঁকে সহযোগীতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন, কুষ্টিয়া টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন – গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

এ তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচলক সুচন্দন মন্ডল বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ফ্রিজে পচা-বাসি খাবার রাখা ও খাবারের রং মিশানো মসলা ব্যবহার করার অপরাধে অভিজাত রেস্তোরাঁ সততা হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, আলিম ট্রেডার্স ও ভাই ভাই খাদ্য ভান্ডারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।