কুমারখালীতে শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ

0
129

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে এডিবি‘র অর্থায়ণে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, ক্রীড়া, শিক্ষা ও কৃষি উপকরণ সহ প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা। আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থী, প্রান্তিক কৃষক ও প্রশিক্ষিত নারীদের হাতে উপকরণ তুলে দেওয়া হয়।

আরো পড়ুন – সংবাদ সম্মেলন করে চাকরি চাইলেন দৃষ্টি প্রতিবন্ধী অঞ্জনা

উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় সূত্রে জানা গেছে, এডিবি তহবিলের প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, সিলিং ফ্যান সহ শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্রিকেট সেট, স্কুল ব্যাগ, টিফিন বক্স, ছাতা, স্যানিটারি ন্যাপকিন, প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন ও প্রান্তিক কৃষকদের ফিতা পাইপ, ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।