কুমারখালীতে শুরু হলো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কর্মসূচী

0
114

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে খরিপ-২/২০২০-২১ মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের জন্য ট্রেতে নাবী জাতের আমন ধানের চারা উৎপাদন ও বিনামুল্যে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপ সহকারি কৃষি কর্মকর্তা আরিফুর রহমান সহ কৃষক মহম্মদ আলী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ কুমার দাস বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারী উদ্যোগে উন্নত ও উচ্চ ফলনশীল জাতের বীজসহ আধুনিক কৃষি প্রযুক্তির সংযোজন ও সরবরাহ করা হচ্ছে। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে স্বল্প সময়ে অধিক পরিমান জমিতে ধানের চারা রোপন করা সম্ভব। অধিক ফলনশীল জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করছেন।

এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস।