কুমারখালীতে স্কুল মিল্ক প্রোগ্রামের উদ্বোধন

0
111

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল মিল্ক প্রোগ্রামের আওতায় ৯০ নং ওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ জনশি ক্ষুদে শিক্ষার্থীকে প্রতিদিন দুইশ গ্রাম করে গুড়া দুধ প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে দুধপান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

শিশু শিক্ষার্থীদের পুষ্টিচাহিদা মেটানোর ল্েয প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) স্কুল মিল্ক প্রোগ্রামের আওতায় বিদ্যালয়টির ২০৬ জন শিশু শিক্ষার্থীকে প্রতিদিন গুড়া দুধ দেওয়া হবে। পরীক্ষা মূলক প্রকল্পটি আগামী দুই বছর চালু থাকবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলামসহ প্রমূখ।