কুষ্টিয়া প্রতিনিধি
কুমারখালী উপজেলার ৫০ জন দুস্থ ও অসহায় নারীকে জীবিকার্জনের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরী এলাকায় সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ যাঁর কেউ নেই, তাঁর আছে শেখ হাসিনা। শেখ হাসিনা আপনার স্বাবলম্বী করার ল্েয সেলাই মেশিন উপহার দিয়েছেন। আপনার মেশিনটির সঠিক ব্যবহার করবেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করবেন।