কুমারখালীত নদীতে ডুবে শিশুর মৃত্যু

0
245

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর ইয়ামিন (৮) বডুরিয়া গ্রামের রঞ্জুর ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে শিু ইয়ামিন ও তার মামাতো ভাই দুইজনে গড়াই নদীতে গোসল করতে নামে। এর কিছুণ পর ইয়ামিনের মামাতো ভাই দেখতে পায় ইয়ামিন নদীতে তলিয়ে যাচ্ছে।

এ সময় ইয়ামিনের মামাতো ভাই চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে নদী থেকে ইয়ামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়ামিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।