কুমারখালী প্রতিনিধি
কুমারখালীতে ব্যাচ ৯৬’র সতীর্থদের উদ্যোগে ২২০ জন করোনার প্রার্দুভাবে কর্মহীন অস্বচ্ছল ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
রবিবার পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও দুস্থদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুজয় চাকী, ডাঃ শোয়েবুর রশীদ পলাশ, শিমুল মালিথা, আলমগীর হোসেন ও মেহেদী হাসান। সংগঠনটির উদ্যোগে শনিবারেও দুস্থদের মধ্যে ৫ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, তৈল ১ লিটার, পিয়াজ ১ কেজি, সেমাই ১ প্যাকেট ও চিনি ১ কেজি ত্রাণ হিসাবে প্রদান করা হয়।
ব্যাচ ৯৬’র সতীর্থদের অন্যতম উদ্যোক্তা সুজয় চাকী জানান, সংগঠনটি এ পর্যন্ত ২২০ জন গরীব অসহায় ও দুস্থ ব্যক্তিকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। এ ছাড়াও কুমারখালীর জিজা বাগান এতিম খানায় ৯ হাজার টাকা, ৫ জন দুস্থকে ২৫ হাজার টাকা, ৮ জনকে ২০ হাজার টাকা ও ১৪ জনকে ১৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।