কুমারখালীর মুক্তিযোদ্ধারা পেলেন উপহার সামগ্রী

0
146
Mp-dro-10-p-9

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর প্রায় পৌনে একশ বীরাঙ্গণা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা পেলেন উপহার সামগ্রী।

বুধবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির কার্যালয় চত্বরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এই উপহার সামগ্রী (চাল, ডাল, তেল, আলু ও সাবান) বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক ও কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রফিক ও আওয়ামী লীগ নেতা রিস্তাক করিম প্রমূখ।

এ অনুষ্ঠানে কুমারখালী উপজেলার ৪ জন বীরাঙ্গণা মুক্তিযোদ্ধাসহ ৮২ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।