কুমারখালীর মেয়ে সুমাইয়া ইয়াসমিন বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করলেন

0
58

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের একমাত্র কন্যা সুমাইয়া ইয়াসমিন তমা লন্ডনের অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেছেন।

লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস এর মাধ্যমে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অনার্স শেষ করে ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে ২০২২ সালে মাস্টারস এবং ২০২৩ সালে ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল সম্পন্ন করে।

গত ২৫ শে জুলাই ২০২৪ লন্ডনের অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন তাঁকে ইংল্যান্ড এবং ওয়েলস এর ব্যারিস্টার হিসাবে ঘোষনা করে।

আরও পড়ুন – শ্রীলঙ্কা ষ্টাইলে সরকার উৎখাতের পরিকল্পনা ছিল: প্রধানমন্ত্রী

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান বলেন, সুমাইয়া ইয়াসমিন তমা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রথম একমাত্র নারী ব্যারিস্টার হলেন। তিনি ব্যারিস্টার সুমাইয়া ইয়াসমিন তমাকে অভিনন্দন জানিয়েছেন।

কন্যার এই সাফল্যের খবর নিশ্চিত করে কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, আমার একমাত্র কন্যা সুমাইয়া ইয়াসমিন তমা লন্ডনের অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি গ্রহণ করেছে। তিনি একমাত্র মেয়ের জন্য দোয়া কামনা করেছেন।