কুমারখালীর পৌরসভার মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

0
46

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ সহ ১৪ জনের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

২০ আগষ্ট মঙ্গলবার দায়েরকৃত মামলাটি তদন্তের জন্য কুমারখালী থানার উপ পরিদর্শক সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার বাদী শরিফুল ইসলাম জানান, গত ৪ আগষ্ট দুপুর আনুমানিক ২ টার দিকে তিনি তাঁর নিজের চেম্বার মাস্টার হোমিও হলের ভিতরে অবস্থান করছিলেন। সে সময় কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র সহ লাঠিসোঠা নিয়ে আওয়ামী দুর্বৃত্তরা তার চেম্বারের সাটার খুলে হামলা করে। এ ঘটনায় শরিফুল ইসলাম ১৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন। যার নং- ২৭৯০(৩) ১।

আরও পড়ুন –  খোকসার স্কুলছাত্র মাহিম মৃত্যুর কাছে হেরে গেলো

এ মামলার আসামী করা হয়েছে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র হারুন অর রশীদ হারুন, কাউন্সিলর এস এম রফিক, ইমরান হোসেন, কাজল হোসেন কাজু, সেলিম হোসেন, রাশিদুল ইসলাম, মিল্টন হোসেন, পাপ্পু হোসেন, শাকিল হোসেন, সেহাগ আলী , ওসমান সেখ, মোহা: সানি। এ ছাড়াও অজ্ঞাত ১০/১৫ জন এ হামলায় অংশ নেয় বলে জানান মামলার বাদী শরিফুল ইসলাম।

খোঁজ নিয়ে জানাগেছে, এ হামলায় জড়িতরা গত ৫ আগষ্ট দুপুরে হাসিনা সরকারের পতন ও দেশছেড়ে পারানোর খবর প্রচার হওয়ার পর থেকেই অজ্ঞাত স্থানে আতœগোপন করেছে।