কুমারখালী বাজারে জীবানুনাশক স্প্রে

0
101
Kumarkhali-dro-02-p6-compressed
কুমারখালীতে জীবানুনাশক স্প্রে

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী পৌর এলাকায়সহ প্রত্যন্ত গ্রাম পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে একটি বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।

মঙ্গলবার সকালে বীজবিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে এই জীবানু নাশক স্প্রে করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ডলি ভদ্র ও ফিল্ড অফিসার পরেশ মন্ডল সহ স্থানীয় ভোক্তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমারখালী পৌর বাজারে জীবানু নাশক স্প্রে শেষে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।

বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ডলি ভদ্র জানান, বীজ বিস্তার ফাউন্ডেশনের সহযোগীতায় কুমারখালী পৌর কাঁচা বাজার সংলগ্ন জীবন্ত মুরগীর বাজারে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা সহ জীবনু নাশক স্প্রে করার উদ্যোগে নেওয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে সামনে নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে হাত ধোয়ার ব্যবস্থাসহ জীবানু নাশক স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে যদুবয়রা ইউনিয়নের বাজারেও জীবনু নাশক স্প্রে করা হবে।