ছেলের হাতে বাবা খুন

0
166

দ্রোহ অনলাইন ডেস্ক

কুলাংঙ্গার এক সন্তান তার বাবাকে মারধরের পরে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে।

শুক্রবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার কবুতরমারী গ্রামে এ ঘটনা ঘটে। ছেলের মারধরের পর গলা টিপে ধরলে শ্বাসরোধে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ বিকেলে পাশের গ্রাম থেকে অভিযুক্ত ছেলেকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক মিলন মিয়া ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার দুপুরে বাবা হাবিবর রহমান হাবি’র (৪৮) সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার বাক-বিতন্ডা শুরু হয়। এ ঘটনার এক পর্যায়ে বাবা-ছেলে দু’জনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এ সময় মিলন তার বাবাকে কিল-ঘুষি ও লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে দিয়ে গলা টিপে ধরেন। এতে বাবা সংঙ্গাহীন হয়ে পড়েন। স্থানীয়রপা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সন্তান মিলন মিয়াকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।