কুষ্টিয়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

0
116

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।

কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” প্রতিপদ্য সামনে রেখে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে তাঁদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম ও নিহতদের পরিবার বর্গ। পরে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বুধবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের অবদানের কথা স্মরণ করে প্রধান অতিথি বলেন, দেশ-জাতি তাদের নিয়ে গর্ববোধ করে। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন। আলোচনা শেষে নিহতদের স্বজনদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পিবিআই এর পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার, র‌্যাব-১২, কুষ্টিয়ার ইনচার্জ স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল আসিব ইকবালসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।