কুষ্টিয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন

0
110

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শনিবার বেলা ১১টার দিকে জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখা উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ ভয়-ভীতির কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ১৯৪৭ সালে এ ভূখন্ডে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা ছিল ৩৩শতাংশ স্বাধীনতার পরবর্তী ২২ শতাংশ।

সরকারী পরিসংখ্যান মতে, ২০১৫ সালে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা ছিল ১০.৭ শতাংশ। এর মাত্র ৬ বছর পরে সরকারী পরিসংখ্যান মতে, হিন্দু সম্প্রদায়ের সংখ্যা ২.৮ শতাংশ কমে মাত্র ৭.৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে এ দেশ অচিরেই হিন্দু সম্প্রদায় শূন্য হবে।
হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই এর একমাত্র সমাধান বলে তারা দাবি করেন।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অঘোর কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন কুমার ঘোষ, সংগঠনিক সম্পাদক সহাদেব অধিকারী, বিমল সেন, বিধান মাস্টার, শিক্ষিকা মিনু পোদ্দার, সুকরা নন্দী, প্রদীপ মন্ডল প্রমুখ।