কুষ্টিয়াকে সবুজে ঢাকতে শুরু হলো ৩০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি

0
32

কুষ্টিয়া প্রতিনিধি

পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়তে ৩০ হাজার গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বটতৈল মোড় ও ত্রিমোহনী পর্যন্ত হাইওয়ে সড়কের আইল্যান্ডে ৬ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

সোমবার বেলা ১১টার দিকে বিভিন্ন বাহারি প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বৃষ্টি বাঁধা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মকান্ডে অংশ নেন সংগঠনটির অর্ধশতাধিক কর্মী।

এ সময় সংগঠনটির উদ্যোক্তা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিকদের এক প্রশ্নের বলেন, ঈদের আগেই আমরা ৪-৫ কিলোমিটার সড়কে গাছ রোপণ শেষ করতে চাই।

আরও পড়ুন – কুমারখালীর কৃষকরা পেলেন বিনামূল্য বীজ-সার

বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার উদ্যোগে সংগঠনটির প্রায়ই ৯ শতাধিক কর্মী প্রতি শুক্রবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।