কুষ্টিয়ার পদ্মা নদী থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

0
125
সংগৃহিত ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার হাটশ হরিপুরের পদ্মা নদী থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাটশ হরিপুর জোড়াবটতলা এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু সময় আগে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখলে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে ১৫-১৬ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কোথাও এই বয়সী কিশোরী নিখোঁজ আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।