কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ বছরের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে একক অভিনয়ে মুস্তারী সালেহীন দ্বিতীয় হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের লাবলুল হক মাষ্টার ও চাঁদ সুলতানার তৃতীয় মেয়ে মুস্তারী সালেহীন। সে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিার্থী।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত ৩০ ও ৩১ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতিটি জেলা থেকে আসা ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ‘একক অভিনয়ে’ মুস্তারী সালেহীন দ্বিতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্রসহ পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।